কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি সোনালী পোয়া মাছ। গত ৫ নভেম্বর রাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে এটি আটকা পড়ে। পরদিন সকালে মাছটি কুয়াকাটার আরিয়ান ফিসে নিলামে তোলা হলে, ডাকের মাধ্যমে ৭৫০ টাকা কেজি দরে মোট সাড়ে ১০ হাজার টাকায় কেনেন মৎস্য ব্যবসায়ী আল-আমিন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী কাদের পহলান জানান, সোনালী পোয়া মাছটি খুবই দুর্লভ এবং এর আকারও বড়। সাধারণত এমন মাছ সচারাচর দেখা যায় না। নিলামে মাছটির দাম প্রায় ১০ হাজার টাকা হলেও, সোনালী পোয়া মাছের মূল্য তার বিশেষত্ব অনুযায়ী আরও বেশি হতে পারে।
মাছটি ধরা পড়া জেলে ইলিয়াস মাঝি বলেন, "এই মাছটি পেয়ে আমি খুবই খুশি। সাধারণত আমাদের জালে এমন বড় আকারের মাছ আসে না, তবে এবারের মাছটি একেবারেই বিশেষ।" তিনি জানান, সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে তারা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন, সেখানে লাক্কা কোড়াল মাছের সাথে সোনালী পোয়া মাছটি পাওয়া যায়।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, "এটি স্থানীয়ভাবে লম্বু পোয়া বা সোনালি পোয়া নামে পরিচিত। সাধারণত এই মাছের আয়তন ৪ কেজি থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে।"
এ ধরনের বড় আকারের মাছের সন্ধান সাধারণত দুর্লভ, এবং এটি স্থানীয় মৎস্য শিল্পের জন্য এক বিরল ঘটনা হিসেবে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।