সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - আইন আদালত
প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০২৪ ০৯:৫৪ অপরাহ্ন
সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান হাসপাতালে ভর্তি

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে জিজ্ঞাসাবাদ চলাকালে অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানার একটি মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তাকে ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয় থেকে জরুরি অবস্থায় ঢামেকের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে আসা হয়।


হাসপাতালে ভর্তি হওয়ার পর শাহজাহান খানকে এক ঘণ্টা অবজারভেশনে রাখা হয়। পরে, তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের সিসিইউতে স্থানান্তরিত করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।


এর আগে, গত শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসার পর আবারো তাকে ডিবি কার্যালয়ে ফিরিয়ে নেওয়া হয়। শাহজাহান খানকে গত ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর জিগাতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল মোতালেব (১৪) হত্যা মামলায় গ্রেফতার করা হয়।


বর্তমানে সাবেক মন্ত্রীর শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে, এবং চিকিৎসকরা যথাযথ চিকিৎসা প্রদান করছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে আলোচনা চলছে, এবং তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।