পিরোজপুর সরকারি মহিলা কলেজে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৭:৪১ অপরাহ্ন
পিরোজপুর সরকারি মহিলা কলেজে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা


পিরোজপুর প্রতিনিধি:  

পিরোজপুর সরকারি মহিলা কলেজে বুধবার (৬ নভেম্বর) শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায় এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। 


সভায় সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত শিক্ষার্থীদের অর্জন ও সফলতা তুলে ধরা হয়। শিক্ষার মান উন্নয়ন এবং কলেজের অবকাঠামোগত উন্নতির জন্য বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে কলেজের আয়তন বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়ে বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে কলেজের অবকাঠামো ও পরিবেশ উন্নত করতে হবে, যাতে শিক্ষার্থীরা একটি উন্নত ও উপযোগী পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে। 


এই মতবিনিময় সভা কলেজের ভবিষ্যৎ উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।