https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ভোটকেন্দ্রে মানুষের ঢল, আনন্দ নিয়ে ভোট দিচ্ছেন সবাই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১৭:০

শেয়ার করুনঃ
ভোটকেন্দ্রে মানুষের ঢল, আনন্দ নিয়ে ভোট দিচ্ছেন সবাই

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে ভোট শুরুর আগেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য্য নিয়ে ভোট দিচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরের ঝাঝড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ডেগেরচালা আলিম মাদরাসা কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা যায়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সকাল ৭টায় ভোট দিতে ঝাজড় সরকারি প্রাথমিক কেন্দ্রে এসেছেন আসমা আক্তার। তিনি বলেন, সকাল সকাল ভোট দিতে ফজরের নামাজের পর রান্না সেরে ভোট দিতে এসেছি। আমি ভোট দেওয়া শেষ করে বাড়ি গেলে বাকিরা ভোট দিতে আসবে।

আরেক ভোটার মরিয়ম বলেন, সকালে ভোট দিতে বাড়ির কাজ ছেলে ও বউয়ের হাতে দিয়ে এসেছে। এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। মেশিন ভোট দেব এবারই প্রথম।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জীবনে প্রথম ইভিএম মেশিনে ভোট দিলেন কহিনুর আকতার। ভোট দেওয়ার পর তিনি বলেন, দ্রুত সময়ে এত সহজে ভোট দিতে পারব বুঝতে পারিনি। ইভিএমে ভোট দিয়ে আনন্দ লাগছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছে পাঁচটি দল। তিন স্বতন্ত্র প্রার্থীসহ ভোটের মাঠে রয়েছেন আট মেয়র প্রার্থী। বিএনপিসহ তাদের সমর্থনকারীরা ভোট বর্জন করেছেন। মেয়র পদে আটজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন। 

এ সম্পর্কিত আরও পড়ুন

ফ্যাসিবাদের পর বাংলাদেশে ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন : জামায়াত আমির

ফ্যাসিবাদের পর বাংলাদেশে ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর এবার দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে।" তিনি আরো উল্লেখ করেছেন, "যারা জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে আজ খুশি নেই, তাদের পরিণতির বিচার হবে।" আজ (৩১ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, “দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ সৃষ্টি হলে প্রতিটি

দীর্ঘ বছর পর পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া

দীর্ঘ বছর পর পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া

দীর্ঘ সাত বছর পর পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে ঈদুল ফিতর উদযাপন করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই ঈদ তিনি উদযাপন করছেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি এবং তিন নাতনি জায়মা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে। ২০১৭ সালে

ঈদে ঐক্য ও মানবিকতার বার্তা দিলেন তারেক রহমান

ঈদে ঐক্য ও মানবিকতার বার্তা দিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার (৩০ মার্চ) এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন। বার্তায় তারেক রহমান বলেন, "পবিত্র ঈদুল ফিতরের উৎসবের মাধ্যমে আমরা ত্যাগ, তাকওয়া, সংযম ও পরিশুদ্ধির শিক্ষা গ্রহণ করি। মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের জীবনে

ভোটাধিকার নিশ্চিত না হলে রাজপথে বিএনপি

ভোটাধিকার নিশ্চিত না হলে রাজপথে বিএনপি

দেশে অনির্দিষ্টকালের জন্য কোনো সংস্কার চলতে পারে না, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর বেরাইদ এলাকায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।   মির্জা ফখরুল বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি রাজপথে থাকবে। কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।

 ইউনূসকে পাঁচ বছরের প্রধানমন্ত্রী চান সারজিস আলম

ইউনূসকে পাঁচ বছরের প্রধানমন্ত্রী চান সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। শনিবার তার দেওয়া এই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।   ফেসবুকে তিনি লেখেন, ড. মুহাম্মদ ইউনূস একজন স্টেটসম্যান, এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। পোস্টটি অনেকেই শেয়ার ও