হিজলায় ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: শনিবার ৩রা সেপ্টেম্বর ২০২২ ০৬:৫০ অপরাহ্ন
হিজলায় ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনে বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ হরিনাথপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। 


হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন খান এর সভাপতিত্বে শনিবার ৩ সেপ্টেম্বর বিকেলে হরিনাথপুর গোহাট মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.তালুকদার মোঃ ইউনুস। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।


সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এড. আফজালুল করিম, বরিশাল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.মুনসুর আহম্মেদ।


হিজলা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হরিনাথপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ খান।


উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম তানভীর । এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।