গাংনীতে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: শনিবার ১৩ই আগস্ট ২০২২ ০৫:৪৬ অপরাহ্ন
গাংনীতে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

মেহেরপুরের গাংনীতে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ (১৩ আগস্ট) শনিবার দুপুর ১টায় গাংনী বাজারে এ ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও গাংনী বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ করে দেয় তারা।


গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন, 'সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে গাংনী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করে গাংনী বাজারে পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। পরে ছাত্রলীগ নেতা কর্মীরা পাল্টা ধাওয়া দিয়ে তাদের প্রতিহত করে।'


গাংনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা বলেন, '৪/৫ জন নেতাকর্মী বিএনপি'র কার্যালয়ে বসে গল্প করছিলো। এ সময় ছাত্রলীগ নেতা কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে উত্তেজনা সৃষ্টি হয়।'


গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন বলেন, 

'যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি করে ছাত্রলীগকে নিয়মতান্ত্রিক প্রোগ্রাম করারও আহ্বান জানান তিনি।'


গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, 'গাংনী উপজেলা বিএনপির কোন কর্মসূচি না থাকলেও প্রায় প্রতিনিয়ত বিএনপির অফিসে হামলা করা হচ্ছে এটা দুঃখজনক। বিএনপি অফিসে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।'


গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল বলেন, 'ছাত্রলীগের শান্তিপূর্ণ সভা-সমাবেশে যারা অস্ত্রসহ সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে।'


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন,' বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তীতে আর কোন উত্তেজনা সৃষ্টি না হয় এজন্য বাজারে পুলিশ মোতায়ন করা হয়েছে।'