নেত্রকোনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: শুক্রবার ১২ই আগস্ট ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ন
নেত্রকোনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, ভোলায় শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের বর্বরোচিত হামলা ও গুলি করে নেতাকর্মী হত্যা এবং বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এর বিরুদ্ধে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


   আজ শুক্রবার সকাল ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কমৃসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।


   নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য ড. এডভোকেট আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সিঃ সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, 


জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সামছুল হুদা শামীম, সুজন চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সম্পাদক শ্যামল ভৌমিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।