প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ০:৫১
আখাউড়া উপজেলা প্রবাসী কল্যাণ সংসদ আল জুবাইল শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সৌদিআরবস্থ আখাউড়া উপজেলা প্রবাসী কল্যাণ সংসদের আয়োজনে আল জুবাইলে একটি কমিউনিটি হল রুমে আখাউড়া উপজেলা প্রবাসী কল্যাণ সংসদের সভাপতি শেখ শওকত হোসেন রনি সভাপতিত্বে ও সংঘটনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও আখাউড়া উপজেলা প্রবাসী কল্যাণ সংসদের প্রধান উপদেষ্টা সাদেকুর রহমান ভুইয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের সভাপতি আরিফুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা আহবায়ক ইকবাল হোসাইন তালুকদার, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ তুহিন, সাবেক সভাপতি আতিক আহমেদ দানা, সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক মনিরুল হক, সিলেট শাহজালাল প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি শামসুল ইসলাম সামন,
ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এলাহী,সংঘটনের সাবেক সাধারণ সম্পাদক মো. ইমরান খান,ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের উপদেষ্টা ডালিম খান, আখাউড়া উপজেলা প্রবাসী কল্যাণ সংসদের সিনিয়র প্রধান উপদেস্টা, মামুনুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী জসিম মিয়া।
আমন্ত্রিত অতিথি ছিলেন, ছাতির আলি তালুকদার, সিরাজুল ইসলাম বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন সংঘটনের সিনিয়র সহ সভাপতি কাজি রাজিব,সহ সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাব্বি,সাংগঠনিক সম্পাদক আরেফিন সজিব প্রমুখ।পরে আমন্ত্রিত অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুস্টান উপভোগ করেন।