https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই যাচ্ছে এনআইডি সেবা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২১, ১৬:৩৭

শেয়ার করুনঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই যাচ্ছে এনআইডি সেবা
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই হস্তান্তর করা হচ্ছে।


রোববার (২০ জুন) নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে পাঠানো এক চিঠিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।



এর আগে, সোমবার (৭ জুন) এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে ইসি সাত যুক্তি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেয়। কিন্তু ইসির সেই আবেদন নাকচ করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।



ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশনাররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।


মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম (সেবা ও বিধি অধিশাখা) স্বাক্ষরিত চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার প্রসঙ্গ টেনে বলা হয়, সরকার জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে নির্বাচন কমিশন থেকে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।


মন্ত্রিপরিষদের চিঠিতে নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথা বলা হয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৭ মে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন কার্যক্রম নির্বাহী বিভাগের দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়ায় বিভিন্ন দেশের উদাহরণের আলোকে সুরক্ষা সেবা বিভাগ ওই দায়িত্ব পালনের উপযুক্ত কর্তৃপক্ষ বিবেচিত।


এজন্য এ সংক্রান্ত দায়িত্ব সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করার লক্ষ্যে ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস’ এ সুরক্ষা বিভাগের দায়িত্বগুলোর মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম অন্তর্ভুক্ত করা যেতে পারে। চিঠিতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ সংশোধনেরও কথা বলা হয়।


এর আগে, চলতি বছরের ১৭ মে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রস্তাবের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৪ মে ইসিকে এনআইডি ছেড়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ৭ জুন নির্বাচন কমিশন তার অধীনেই এনআইডি কার্যক্রম রাখার পক্ষে যুক্তি তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয়।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা

প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে দুদক।

"দেশের স্বার্থে ব্যক্তিস্বার্থ ত্যাগের ঘোষণা জামায়াতের"

"দেশের স্বার্থে ব্যক্তিস্বার্থ ত্যাগের ঘোষণা জামায়াতের"

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা দিয়েছেন। শনিবার সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, "বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না।"   তাহের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, "দেশ ও জাতির স্বার্থে আমরা

ফিলিস্তিন ইস্যুতে আওয়ামী লীগের গোপন কার্যক্রম: সুন্নি নেতাদের হাত ধরে মহা সমাবেশের প্রস্তুতি

ফিলিস্তিন ইস্যুতে আওয়ামী লীগের গোপন কার্যক্রম: সুন্নি নেতাদের হাত ধরে মহা সমাবেশের প্রস্তুতি

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দলটি ফিলিস্তিন ইস্যুতে ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’-এর ব্যানারে সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যা তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশেষ করে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ইসলামী ফ্রন্টের প্যাডে আবেদন করা হলেও পুলিশের অনুমতি না পাওয়ায় তা স্থগিত করা হয়। এরপর বিকল্প হিসেবে সায়েদাবাদে গোলাপবাগ মাঠে সমাবেশের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে ইনকিলাব মঞ্চের সমাবেশে উত্তপ্ত বক্তব্য

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে ইনকিলাব মঞ্চের সমাবেশে উত্তপ্ত বক্তব্য

শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ডাকে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বিভিন্ন শহিদের পরিবার, আন্দোলনকর্মী ও সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সারজিস আলম বলেন, “আমরা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলি, তখন সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়।” তিনি প্রশ্ন রাখেন, “যখন

স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ইসির সদিচ্ছা যাচাই চায় জামায়াত

স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ইসির সদিচ্ছা যাচাই চায় জামায়াত

ময়মনসিংহে অনুষ্ঠিত জামায়াতের এক কর্মী সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে বিভিন্ন স্থানে স্থানীয় প্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। নির্বাচন কমিশনের সদিচ্ছা ও দক্ষতা যাচাই করতে হলে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। শুক্রবার ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন