প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৫০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজধানীতে একটি বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে সোহেল রানা (৪৮) ও শামীমা নাসরিন শম্পা (৪৬) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ১৩ জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোহেল রানার বাড়ি বরগুনার তালতলী উপজেলার মৌপাড়া গ্রামে এবং বর্তমানে তিনি উত্তরা ১১ নম্বর সেক্টরে বসবাস করেন। অপরদিকে, গ্রেফতার শম্পার স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং তার নিজ বাড়ি গোপালগঞ্জে।
বিশ্বস্ত সূত্র জানায়, রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির খবর পেয়ে গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট অভিযান চালায়। ওই প্রশিক্ষণে সরকারবিরোধী পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। গ্রেফতার ব্যক্তিরা জানান, তারা ঢাকা দখলের পরিকল্পনায় যুক্ত ছিলেন এবং এই পরিকল্পনার বাস্তবায়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্দেশের’ অপেক্ষায় ছিলেন।
সূত্র আরও জানায়, পরিকল্পনা অনুযায়ী, শেখ হাসিনার নির্দেশ পেলেই সারা দেশ থেকে দলীয় নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়ে মোড়টি দখল নিতেন। এই প্রক্রিয়ার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং প্রশাসনকে বিভ্রান্ত করার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্য ছিল। পরিকল্পনায় ছিল, বিভিন্ন জেলায় দলীয় কর্মীদের মাঠে নামিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করা এবং সেই সুযোগে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান জানান, এটি একটি গুরুত্বপূর্ণ তদন্তাধীন বিষয় এবং এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে তদন্তের স্বার্থে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো একযোগে কাজ করছে।
এদিকে, গোয়েন্দা সংস্থার তথ্যে ইঙ্গিত পাওয়ার পর আওয়ামী লীগ তাদের কৌশল পরিবর্তন করেছে বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র। নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টিমের মাধ্যমে গোটা বিষয়টি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং গ্রেফতার প্রক্রিয়া গোপন রাখা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে দেশে কোনো নাশকতার আশঙ্কা বা নিরাপত্তা হুমকি নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ডিএমপি ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করছে।