প্রকাশ: ১১ মার্চ ২০২১, ২২:৩৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সিএনজি চালক আলা উদ্দিনের মৃত্যুর ঘটনায় বসুরহাট পৌর মেয়র কাদের মির্জাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতর বাবা মুমিনুল হক।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলার এজহারে কাদের মির্জাকে ১ নম্বর এবং তার ভাই সাহাদত হোসেন ও একমাত্র ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকসহ ১৬৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে কাদের মির্জার পৌরভবন ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব সদস্যরা। এর আগে, গত মঙ্গলবার কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংর্ঘেষ অন্তত ৫০ জন আহত হন।