মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং তাদের প্রতি সকল প্রকার নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় চৌমুহনা চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি শ্রীমঙ্গল এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য প্রদান করা হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল এর সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য এর সভাপতিত্বে এবং সনাকের এরিয়া কোঅর্ডিনেটর মো. আবু বকর এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সনাক শ্রীমঙ্গল এর সাবেক সভাপতি সৈয়দ নেছার আহমেদ, সনাক সদস্য কাজী আসমা আক্তার, রহিমা বেগম, এস এ হামিদ, এসিজি সদস্য মো. সবুজ মিয়া সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন এবং ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং সাম্প্রতিক সময়ে এর মাত্রা অত্যন্ত বেড়ে গেছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন। এই সহিংসতার কারণে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীনতা অনুভব করছেন। বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে সরকারের দৃঢ় পদক্ষেপ প্রয়োজন, পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি।
এসময় বক্তারা প্রশাসনকে সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধনে কয়েকটি দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো, নারী ও শিশু ধর্ষণ এবং সকল ধরনের যৌন নির্যাতন, সহিংসতা ও বৈষম্য প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব অপরাধের সাথে জড়িতদের দ্রæততম সময়ে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা। এছাড়া নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়।
অপরদিকে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর প্রচারমূলক কার্যক্রম চালানোর পাশাপাশি জাতীয় হেল্পলাইন ও অভিযোগ জানানোর হটলাইন নম্বরগুলোর প্রচার ও কার্যকারিতা বৃদ্ধি করার কথাও মানববন্ধন থেকে বলা হয়। বক্তারা জানান, সরকারের উচিৎ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা এবং এসব অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।