ধামইরহাটে ৫০তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মো.হারুন আল রশীদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে জানুয়ারী ২০২২ ০৬:৩১ অপরাহ্ন
ধামইরহাটে ৫০তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নওগাঁর ধামইরহাটে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ধামইরহাটের আয়োজন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। 


অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা,ধামইরহাট সরকারি এমএম কলেজের সাবেক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ,একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার,চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম খেলাল-ই-রব্বানী,জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম,ধামইরহাট সরকারি এমএম কলেজের সহকারি অধ্যাপক ইউনুছ আলী,ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু প্রমুখ। 


পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।