নেপালে অনুষ্ঠিত ১৩ তম দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) বাংলাদেশকে প্রথম পদক উপহার দিয়েছেন হোমায়রা আক্তার। কারাতে ইভেন্টে মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জয়ের মধ্যদিয়ে চলতি গেমসে লাল-সবুজের ঝুড়িতে প্রথম পদক তুললেন তিনি। এই ইভেন্টে ৫ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হন হোমায়রা। স্বর্ণপদক জিতেছে পাকিস্তান আর রুপা উঠেছে নেপালের ঘরে। এর আগে, পাঁচ বছরের ক্যারিয়ারে জাতীয় চ্যাম্পিয়নশিপে পাঁচ বার চ্যাম্পিয়ন হলেও আন্তর্জাতিক পর্যায়ে এটাই প্রথম পদক তার।
বাংলাদেশের হয়ে চলতি আসরে প্রথম পদক জেতায় উচ্ছ্বসিত হোমায়রা বলছিলেন, ‘এ আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আত্মবিশ্বাস ছিল ভাল করবো। তবে, স্বর্ণপদক না জেতায় নিজের প্রতি আক্ষেপ হচ্ছে। আগামিকাল ৬১ কেজি কুমিতেও অংশ নিবো। আশাকরি সেখানে ভালো করতে পারবো।’
অপরদিকে, একই ইভেন্টের পুরুষ এককে চারজনের মধ্যে চতুর্থ হয়ে ব্রোঞ্জ দিতেছেন হাসান খান সান। এদিকে সোমবার (২ ডিসেম্বর) পুরুষ ভলিবলেও ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ ভলিবল দল। দুপুর ২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ পাবে ব্রোঞ্জ পদক। ভলিবল ইভেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রোববার পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। প্রথম সেটে বড় ব্যবধানে হারের পর (২৫-১৫) দ্বিতীয় ও তৃতীয় সেটে লড়াই করলেও জয় পাওয়া হয়নি বাংলাদেশের। দ্বিতীয় সেটে ২৫-২১ আর তৃতীয় সেটে ২৬-২৪ ব্যবধানে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।