স্বর্ণ জয়ে দিন শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৮ই ডিসেম্বর ২০১৯ ১২:৩৫ অপরাহ্ন
স্বর্ণ জয়ে দিন শুরু বাংলাদেশের

নেপালে চলমান ১৩তম এশিয়ান গেমসে রবিবার স্বর্ণ জয়ের মাধ্যমে দিন শুরু করেছে বাংলাদেশ। সকালে পোখারা স্টেডিয়ামের আর্চারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বাংলাদেশ ৩-২ সেট পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এসএ গেমসে আর্চারিতে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের এটি অষ্টম স্বর্ণ জয়। গতকাল পর্যন্ত ছিল সাতটি স্বর্ণ। শনিবার একদিনেই তিনটি স্বর্ণ জয় করে বাংলাদেশ। রবিবার বাংলাদেশের স্বর্ণজয়ী আর্চারী দলের তিন সদস্য হলেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। প্রথম সেটে ৫৫-৫১ সেটে জয় তুলে নেন রোমান সানারা।

পরের সেটে অবশ্য ৫৫-৫৭ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। পরবর্তী সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। রোমান-তামিমুল-রুবেলরা জয় পায় ৫৪-৫১ ব্যবধানে। তারপর ৫৪-৫৪ তে টাই হয়েছে। টাই হলেও স্বর্ণ জিতে নিয়েছে বাংলাদেশ। স্বর্ণ জয়ের পর রোমান সানা বলেছেন, ‘স্বর্ণ জিততে পেরে দারুণ লাগছে। অন্য ইভেন্টগুলোতেও ফাইনালে উঠেছি। আশা করি, দেশের হয়ে আরো স্বর্ণ জিততে পারব।’

ইনিউজ ৭১/এম.আর