নওগাঁয় শিশুদের ভিটামিন 'এ' ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ১৫ই মার্চ ২০২৫ ১২:৩২ অপরাহ্ন
নওগাঁয় শিশুদের ভিটামিন 'এ' ক্যাম্পেইন শুরু

নওগাঁয় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দসহ অন্যান্যরা। আলোচনা সভায় শিশুদের পুষ্টির জন্য ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।  


স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার ২ হাজার ৪৪১টি টিকা কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন চলছে। এতে ৩ লাখ ৫৭ হাজার ৫৮৭ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের সুষ্ঠু বাস্তবায়নে কাজ করছেন ১৭ জন স্বাস্থ্য পরিদর্শক, ৮১ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ১৯৪ জন স্বাস্থ্য সহকারী, ৩৭১ জন এফডব্লিউএ, ৯৪ জন এফপিআই, ২৯৩ জন সিএইচসিপি এবং ৪ হাজার ৮৮২ জন স্বেচ্ছাসেবী।  


কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ থেকে ১১ মাস বয়সি ৩৪ হাজার ৮০৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৮৭১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এ ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।  


স্বাস্থ্য বিভাগ বলছে, ভিটামিন 'এ' এর অভাবে শিশুদের রাতকানা রোগ হতে পারে, পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই নিয়মিতভাবে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো জরুরি। স্বাস্থ্যকর্মীরা কেন্দ্রে এসে নির্দিষ্ট সময়ে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।  


জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনের কার্যক্রম যাতে নির্ধারিত সময়ে সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা নিয়োজিত রয়েছেন। ক্যাম্পেইনের আওতায় সব শিশু যেন কাভারেজের মধ্যে আসে, তা নিশ্চিত করতে গ্রাম পর্যায়েও প্রচারণা চালানো হচ্ছে।  


নওগাঁ সিভিল সার্জন বলেন, ক্যাম্পেইন চলাকালে কেউ যেন বাদ না পড়ে, সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। অভিভাবকদেরও সচেতন হতে হবে, যাতে তাদের সন্তানরা সময়মতো ক্যাপসুল গ্রহণ করতে পারে। তিনি সকলকে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়ে আসার অনুরোধ জানান।  


স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ভিটামিন 'এ' ক্যাম্পেইন তারই একটি অংশ। এ কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।  


ক্যাম্পেইনের সুষ্ঠু বাস্তবায়নের জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা নিরলস পরিশ্রম করছেন। ক্যাম্পেইন সফল হলে শিশুদের অপুষ্টিজনিত সমস্যাগুলো কমবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।