কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উড়ানো, মশাল দৌড় ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে গোয়ালন্দের দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে চারদিন ব্যাপী উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি। সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইকবাল হাসান। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা একাডেমি সুপার ভাইজার তাহমিনা বেগম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম সহ মাধ্যমিক প্রতিষ্ঠানের সকল প্রধান শিক্ষক, সুপার ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।