প্রকাশ: ১২ মার্চ ২০২০, ২:৫৪
বিশ্ব ক্রীড়াঙ্গনের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও করোনাভাইরাসের প্রভাব পড়েছে ভালোভাবেই। ঘরোয়া ও আন্তর্জাতিক বেশ কিছু আসর আগেই স্থগিত হয়েছিল। বুধবার স্থগিত করা হয় মুজিববর্ষ উপলক্ষে এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যকার ক্রিকেট ম্যাচও। এবার স্থগিত করা হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসও।
বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করে বাংলাদেশ গেমস স্থগিত করার ঘোষণা দেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে প্রতিযোগিতাটি স্থগিত করার সিদ্ধান্ত হয় বলে জানায় বিওএ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১-১০ এপ্রিল ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরোয়া ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই আসর স্থগিত করা হয়েছে।