শেরপুর জেলা দাবা লীগ: তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে নকলা চেস ক্লাব

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ২১শে সেপ্টেম্বর ২০২১ ১০:২৫ অপরাহ্ন
শেরপুর জেলা দাবা লীগ: তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে নকলা চেস ক্লাব

শেরপুরে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগের খেলায় তৃতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নকলা চেস ক্লাব। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় ২ রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়।


এদিন তারা চকপাঠক দাবা ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাবকে ৪টি বোর্ডেই ৪-০ গেমে পরাজিত করে। পয়েন্ট টেবিলে ৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শেরপুর চেস কমিউনিটি, নকলা উপজেলা ক্রীড়া সংস্থা ও দাবা ক্লাব শেরপুর। ২ পয়েন্ট নিয়ে চকপাঠক দাবা ক্লাব তৃতীয় এবং ১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে লাল-সবুজ ক্লাব।


উদয়ন চেস ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাব এখনও কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। দ্বিতীয় রাউন্ডে শেরপুর চেস কমিউনিটির আব্দুর রউফ আজিজ ও চকপাঠক দাবা ক্লাবের নজরুল ইসলামের মাঝে ১ নং বোর্ডে টান টান উত্তেজনার স্নায়ুক্ষয়ী লড়াইয়ে শেষপর্যন্ত রউফ আজিজ জয়লাভ করেন। তৃতীয় রাউন্ডে চতুর্থ বোর্ডে লোল-সবুজ ক্লাবের ক্ষুদে দাবাড়ু প্রিয়ন্তি সাহা পিউ এবং নকলা উপজেলা ক্রীড়া সংস্থার আমিরুল ইসলামকে কাঁপিয়ে দেন। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমিরুলের অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত হার মানেন স্কুলছাত্রী প্রিয়ন্তি সাহা পিউ। তবে পিউর খেলা সকলের নজর কাড়ে। এছাড়া  দাবা ক্লাব শেরপুরের ক্ষুদে দাবাড়– স্কুলছাত্র মো. সামিউর রহমান নতুন চমক হিসেবে সব প্রতিপক্ষকে ধরাশায়ি করে যাচ্ছে। ইতোমধ্যে তিনটি রাউন্ডেই সে জয় পেয়েছে। 



জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের আয়োজনে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তন ভেন্যুতে সোমবার থেকে শুরু হয়েছে মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগ। প্রথমবারের মতো আয়োজিত জেলা দাবা লীগে ৮টি দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করছে। শেরপুর জেলা দাবা লীগের স্পন্সর হয়েছে জেএন্ডএস গ্রæপের প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।