প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১০:২২
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটিয়ে তুলেছে। বছরের পর বছর ধরে চলমান এই যুদ্ধ শুধু রাজনৈতিক সংঘাত নয়, এটি পরিণত হয়েছে এক নৃশংস মানবিক সংকটে। নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের মৃত্যু যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত জাতিসংঘ আজ কার্যত অসহায়। ইসরায়েল-ফিলিস্তিন সংকটে জাতিসংঘের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্নের শেষ নেই।
লেখক: বিজয় কুমার,সাবেক শিক্ষার্থী ,যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।