জাতীয় ঐকমত্য কমিশনের সাথে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা দিয়েছেন। শনিবার সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, "বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না।"
তাহের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, "দেশ ও জাতির স্বার্থে আমরা ব্যক্তি বা দলীয় স্বার্থকে প্রাধান্য দিই না।" তিনি জামায়াতের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার উদাহরণ টেনে বলেন, "আমাদের দলীয় নির্বাচন হয় কোনো প্রচারণা বা প্যানেল ছাড়াই। এ ধারা জাতীয় পর্যায়ে প্রয়োগ করা সম্ভব।"
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তাহের বলেন, "গত তিন টার্মের নির্বাচন প্রকৃত নির্বাচন ছিল না। এ ধরনের নির্বাচনের পুনরাবৃত্তি আমরা চাই না।" তিনি একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার দাবি জানান, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।
দুর্নীতি মোকাবেলায় জামায়াতের অবস্থান স্পষ্ট করে তাহের বলেন, "দুর্নীতিই বাংলাদেশের বর্তমান দুরবস্থার মূল কারণ।" তিনি অভিযোগ করেন, "২৩০-২৩৫ বিলিয়ন ডলার পাচার দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করেছে।" এ পরিস্থিতি থেকে উত্তরণে নৈতিকতাভিত্তিক শিক্ষা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনকে তিনি আশ্বস্ত করেন, ইতিবাচক ও বাস্তবসম্মত সংস্কারে জামায়াত পূর্ণ সহযোগিতা করবে। মতবিনিময় সভায় কমিশনের পক্ষ থেকে অধ্যাপক আলী রীয়াজ, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যান্য নেতা এ আলোচনায় অংশ নেন। বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।