প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৫০
জাতীয় দলের ব্যর্থতার কারণে এমনিতেই চাপের মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে নতুন করে বিসিবির ফিক্সড ডিপোজিটের টাকা স্থানান্তরের ঘটনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ। জানা গেছে, ১৪টি ব্যাংকে প্রায় ২৩৮ কোটি টাকা স্থানান্তর করেছে বিসিবি, যা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত দেশের ক্রিকেট অঙ্গন।