প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৩:১
মালয়েশিয়ার তেরেংগানুর মারাং জেলার এক কোমলমতি শিশুর গল্প আজ দেশজুড়ে অনুপ্রেরণার উৎস। মাত্র দশ বছর বয়সেই পুরো কোরআন হিফজ করে বিস্ময় সৃষ্টি করেছে অটিজমে আক্রান্ত আহমাদ জিয়্যাদ মোহাম্মদ জাহির। তার এই অর্জন স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং তাকে ঘিরে গড়ে উঠেছে এক আবেগঘন পরিবেশ।