প্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ১৮:৬
শুক্রবার একদিনে ৫০০ এরও বেশি মানুষ ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। করোনা মহামারী ভারতে ছড়িয়ে পড়ার পর থেকে এটাই একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা।ভারতে একদিনে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবার সমস্ত রেকর্ড ভেঙে দিল। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৫০০জন! সেদেশে মোট আক্রান্তের সংখ্যা ৩০৮২। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন।
তামিলনাড়ুতে শুক্রবার নতুন করে ১০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১১ জনে পৌঁছেছে! মহারাষ্ট্রে আক্রান্ত ৪৯০! সে রাজ্যে এদিন ৬৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অধিকাংশই মুম্বাইয়ের বাসিন্দা। দিল্লিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১ জন! করোনা পজিটিভ মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাও। দিল্লিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৮৪ জন।