ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমেই উর্ধ্বমুখী, কেরালায় প্রথম মৃত্যু
ভারতজুড়ে লকডাউনের চতুর্থ দিন আজ।কিন্তু থামছে না আক্রান্তের সংখ্যা। গতকাল এই অঙ্কটা থেমেছিল ৮০০-র ঘরে। তবে আজ সকাল থেকে যে হারে বেড়ে চলেছে, তাতে আন্দাজ করা যাচ্ছে বেলা গড়াতে না গড়াতে এই সংখ্যাটা হাজারর ঘর ছুঁয়ে ফেলবে। এখনও পর্যন্ত সারাদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৩ এ। অন্যদিকে, মৃতের সংখ্যাও ২০ থেকে বেড়ে হয়েছে ২১।
শনিবার প্রথম কেরালায় কোভিড-১৯ এ এক বৃদ্ধের মৃত্যু ঘটল। তার বয়স ৬৯। ওই ব্যক্তির কোচি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে। তিনি ছিলেন কেরালার এরনাকুলামের বাসিন্দা।
দক্ষিন ভারতে এই প্রথম এক করোনায় আক্রান্তের মৃত্যু ঘটে। এতদিন মহারাষ্ট্র এবং কেরালায় পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছিল। এমনকি মৃতের সংখ্যাতেও এগিয়ে ছিল মহারাষ্ট্রই। কিন্তু এবার কেরালায় প্রথম মৃত্যু খবরে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ল পিনারাই বিজয়নের। প্রসঙ্গত, ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমেই উর্ধ্বমুখী। এদিন নতুন করে গুজরাতের ৬ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।