যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৭:২০ অপরাহ্ন
যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ

নওগাঁর রাণীনগরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক প্রবাসী যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে শ্বশান ঘাটে মারধর করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে, জীবনের বিনিময়ে পরিবার থেকে দুই লাখ টাকা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাণীনগর উপজেলার বিষঘরিয়া গ্রামে। মারধরের শিকার যুবকের নাম আলমগীর। তিনি ওই গ্রামের মোজাহারের ছেলে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ইমরান।  


আলমগীর জানান, বিদেশ থেকে ফিরে আসার পর থেকেই চাঁদার দাবিতে তাকে হয়রানি করা হচ্ছিল। গত বৃহস্পতিবার দুপুরে যুবদল নেতা ইমরানের নেতৃত্বে ২০-৩০ জন মোটরসাইকেলে এসে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। প্রথমে আবাদপুকুর বাজারের একটি স্কুলের পুকুরপাড়ে এবং পরে বিভিন্ন শ্বশান ঘাটে নিয়ে গিয়ে তাকে নির্মম নির্যাতন করা হয়। এসময় তারা আলমগীরের কাছ থেকে চারটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে। পরিবার থেকে দুই লাখ টাকা এনে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। 


আলমগীরের বাবা মোজাহার জানান, ছেলেকে এমন অমানবিক নির্যাতন দেখে তিনি হতবাক। তিনি বলেন, চাঁদা না দিলে বাড়ি থেকে তুলে নিয়ে এভাবে মারধর করার মতো ঘটনা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। 


অভিযুক্ত ইমরান নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তবে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন যুবদল নেতার নেতৃত্বে এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের ঘটনা দলের জন্য লজ্জাজনক এবং এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। 


রাণীনগর থানার ওসি তারিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, এ ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের মাধ্যমে অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।