কলকাতা লকডাউন!
প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় আগামী ৩১ মার্চ পর্যন্ত কলকাতাকে লকডাউনের সুপারিশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের বরাত দিয়ে জানায়, সোমবার বিকাল থেকেই কলকাতাসহ রাজ্যের সব পৌরশহর লকডাউনের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। তবে এ সময় সবরকম জরুরি পরিষেবা খোলা থাকবে।
এতে বলা হয়েছে, ডিজেল, কেরোসিন, খাদ্যদ্রব্য, ওষুধের দোকান, প্যাথলজি ল্যাবের মতো অত্যবশ্যকীয় পরিষেবা খোলা থাকবে। অ্যাম্বুলেন্স, হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা থাকবে লকডাউনের আওতার বাইরে। প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব, রাজস্থান ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে। এ ছাড়া মহারাষ্ট্রও লকডাউনের পথে।
এ দিকে দেশের ৭৫টি জেলা শহরকে লকডাউন করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে, সব জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৪০ জনে দাঁড়িয়েছে। ভারতজুড়ে করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে চারজন আক্রান্ত হয়েছেন।
এদিকে আজ রোববার থেকে ভারতজুড়ে জনতার কারফিউ চলছে। এ দিন সকাল ৭টা-রাত ৯টা পর্যন্ত লোকজনকে বাসায় অবস্থান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, দেশটিতে সব ধরনের রেল, মেট্রোরেল ও আন্তঃরাষ্ট্রীয় বাস চলাচল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।