১৯৯৯ সালের মে মাসের ২৩ তারিখের কথা। বাবাকে হারানোর ৪ দিনের মাথায় খেলতে নেমেছিলেন ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। আর সেদিনই তার ব্যাট থেকে আসে মহাকাব্যিক শতরান। সেদিন ব্যাট ও মাথা উঁচিয়ে শতরান যেন প্রয়াত বাবাকে উৎসর্গ করেছিলেন শচীন। ক্রীড়া জগতের অবিস্মরণীয় এই দৃষ্টান্তের মতো না হলেও সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। তবে সেটা ক্রিকেট নয় ফুটবলের কাহিনী। এক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিয়ের আসর থেকে হবু বধু থেকে অনুমতি নিয়ে ফুটবল খেলতে মাঠে নেমে গিয়েছিলেন বর। ফুটবলে আসক্ত রিডবান নামের ওই ছেলে প্রথমে জানতেন না যে, তার বিয়ের দিনই ম্যাচ খেলতে ডাক আসবে কোচ থেকে।
স্থানীয় মল্লপুরম ক্লাবের হয়ে খেলতে হবে তাকে। তবে তিনি খেলবেন কিনা এটা তার ইচ্ছাধীন বলে জানিয়েছিলেন কোচ। কিন্তু ফুটবলার রিডবান বিয়ে নয় ফুটবলকেই প্রাধান্য দিলেন। তিনি হবু জীবনসঙ্গীকে গিয়ে বলেন, ‘আমি ৫ মিনিটে আসছি, এসেই বিয়ে করব’। ব্যস যেই বলা সেই কাজ, বর বেশ পাল্টে গায়ে চড়ালেন জার্সি, সু খুলে পরলেন বুট। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ফুটবল ও বিয়ে দুটোই হয়েছিল রিডবানের। আর সেই ম্যাচ জিতেই ফের বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই তরুণ ফুটবলার। স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ হলে বিষয়টি কেরালার কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর জানতে পারেন। তিনি ওই ফুটবলারের সঙ্গে দেখা দেখা করতে চেয়ে টুইট করে লিখেন, বিয়ে কেরালার ফুটবলারের খেলা ঠেকাতে পারল না।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।