https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দিল্লিতে মসজিদে আগুন-লুটপাট, ভস্মীভূত পবিত্র কোরআন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৯

শেয়ার করুনঃ
দিল্লিতে মসজিদে আগুন-লুটপাট, ভস্মীভূত পবিত্র কোরআন
ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে হামলার প্রেক্ষাপটে দুটি মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা কোরআনের বিভিন্ন পাতা মাটিতে পুঁতে রাখতে দেখা গেছে লোকজনকে। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

আর ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে জানা গেছে, মঙ্গলবার বিকালে ৫০০ জনের মতো একদল হিন্দু আশক নগর এলাকায় একটি মসজিদের দরজা ভেঙে ফেলে ভেতরে ঢোকে। এরপর সেটির মিনারে উঠে হিন্দুত্ববাদী পতাকা টানিয়ে দেয়। তারা মসজিদটিতে আগুন ধরিয়ে দেয়। পরবর্তী সন্ধ্যায় আরেকটি ছোট মসজিদ ও মুসলমানদের দোকানে আগুন দিয়ে ভস্মীভূত করে দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুসলমান বলেন, তারা তিন ঘণ্টা ধরে মসজিদটিতে ধ্বংসযজ্ঞ চালায়। এরপর হিন্দুত্ববাদী স্লোগান দিতে দিতে চলে যায়। গার্ডিয়ানকে তিনি বলেন, বিকালে এসে মসজিদের ভেতরে যা ছিল সব পুড়িয়ে ফেলেছে। এরপর লুটপাট চালিয়েছে। মসজিদ লাগোয়া দোকানেও তারা আগুন দেয়। এরপর পাশের দুটি মুসলমানদের বাড়িতে চড়াও হয়।

ওই ব্যক্তি বলেন, কি বলবো, তাও আমি জানি না। গত ৩৫ বছরে এমন দৃশ্য আমি কখনো দেখিনি। হিন্দু-মুসলমান এখানে শান্তিপূর্ণভাবেই বসবাস করছিলেন। ঈদুল আজহা ও দেউয়ালি আমরা একসঙ্গে উদযাপন করেছি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
হিন্দু নারীরা সন্তানদের নিয়ে আমাদের মসজিদেও আসতেন বলে তিনি জানান। ওই ভারতীয় বলেন, এটা কেবল মুসলমানদের জন্যই না, পুরো সম্প্রদায়ের জন্য নির্মাণ করা হয়েছে। আমাদের সেই শান্তি আজ নাই হয়ে গেছে। বুধবার সকালেও মুসলমানদের বাড়ি-সম্পত্তিতে হামলা অব্যাহত রয়েছে। তবে কোথাও কোথাও মুসলমানদের বাড়িঘর-মসজিদ সুরক্ষায় স্থানীয় হিন্দুদের টহল দিতেও দেখা গেছে।

উত্তরপূর্ব দিল্লির জাফরাবাদ, বাবরপুর, ব্রাহামপুর, গোরাখপার্ক, মৌজপুর, ভাজানপুরা, কবিরনগর, চান্দবাগ, গোকুলপুরি, কারওয়াল নগর, কাজুরিখাস ও কারদুমপুরেও দাঙ্গা ছড়িয়ে পড়েছে। কোনো কোনো আক্রান্ত এলাকায় আধাসামরিক বাহিনীর ভারী উপস্থিতি দেখা গেছে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কপিল মিশ্র একদল হিন্দুকে উসকে দিলে এই সহিংসতার সৃষ্টি হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

আয়নাঘর পরিদর্শন শেষে ভারতীয় সাংবাদিক অর্ক দেব যে আফসোস করলেন !

আয়নাঘর পরিদর্শন শেষে ভারতীয় সাংবাদিক অর্ক দেব যে আফসোস করলেন !

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে ঢাকার কচুক্ষেত, উত্তরা ও আগারগাঁওয়ে অবস্থিত ডিজিএফআই ও র‍্যাবের আয়নাঘর পরিদর্শন করেন। বুধবার সকালে এই পরিদর্শনের সময় তার সঙ্গে ভারতীয় সাংবাদিকরাও ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিক অর্ক দেব আয়নাঘরের একটি ইলেকট্রিক চেয়ারের ছবি পোস্ট করে জানান, এটি ‘হাই ভ্যালু’ বন্দিদের নির্যাতনের জন্য ব্যবহার করা হতো। তিনি লেখেন, ডিজিএফআইয়ের

‘জয় বাংলা’ স্লোগান আছে , থাকবো ও আমরা ধরে রাখবো - মমতা

‘জয় বাংলা’ স্লোগান আছে , থাকবো ও আমরা ধরে রাখবো - মমতা

গত ৫ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন। সেদিনই তিনি সামরিক হেলিকপ্টারে করে ভারত চলে যান এবং এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। তার ভারত অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে।   শেখ হাসিনার সরকার পতনের পর ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশে আদালতে বিষয়টি ওঠার পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বাংলায়

ভারতের মহাকুম্ভ মেলায় পদদলনে ৭ জনের মৃত্যু

ভারতের মহাকুম্ভ মেলায় পদদলনে ৭ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদদলনের ঘটনায় অন্তত ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূণ্যার্থী জনতা গঙ্গাস্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে ভিড় করতে থাকেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়, যার মধ্যে হঠাৎ পদদলনের ঘটনা ঘটে। দুর্ঘটনার

আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ, কাটা পড়ে ১১ জনের মৃত্যু

আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ, কাটা পড়ে ১১ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের জলগাঁও জেলার পারধাদে স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। বুধবার বিকেলে পুষ্পক এক্সপ্রেস ট্রেনে আগুনের গুজব ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।   মধ্য রেলওয়ের প্রধান মুখপাত্র স্বপ্নিল নীলা জানান,

বাংলাদেশিদের ভারতে ঠাঁই নেই, দাবি সঞ্জয় রাউতের

বাংলাদেশিদের ভারতে ঠাঁই নেই, দাবি সঞ্জয় রাউতের

ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন, বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেওয়া উচিত এবং এটি শেখ হাসিনাকে দিয়ে শুরু করা প্রয়োজন। সম্প্রতি মুম্বাইয়ে বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এমন বিতর্কিত মন্তব্য করেন।  মুম্বাই পুলিশের ধারণা, হামলাকারী মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের নাগরিক হতে পারেন। এই তথ্যের ভিত্তিতে