‘জয় বাংলা’ স্লোগান আছে , থাকবো ও আমরা ধরে রাখবো - মমতা

নিজস্ব প্রতিবেদক
সৌম্যা সাহা , কলকাতা প্রতিনিধি ভারত
প্রকাশিত: মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২১ অপরাহ্ন
‘জয় বাংলা’ স্লোগান আছে , থাকবো ও আমরা ধরে রাখবো - মমতা

গত ৫ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন। সেদিনই তিনি সামরিক হেলিকপ্টারে করে ভারত চলে যান এবং এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। তার ভারত অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে।  


শেখ হাসিনার সরকার পতনের পর ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশে আদালতে বিষয়টি ওঠার পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বাংলায় লেখা ‘জয় বাংলা’ স্লোগান মুছে ফেলার খবর ছড়িয়েছে। বিষয়টি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়েছেন।  


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের এখানে ‘জয় বাংলা’ স্লোগান আছে এবং থাকবে। এটি কাজী নজরুল ইসলামের কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলা ও বাঙালির গর্ব প্রকাশের জন্য এই স্লোগান ব্যবহার করা হয়। বাংলাদেশে কী হচ্ছে, তা নিয়ে কিছু বলবো না, তবে পশ্চিমবঙ্গে এটি থাকবে।"  


বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহৃত হয়ে আসছে। ২০২০ সালের ১০ মার্চ বাংলাদেশ হাইকোর্টের দুই বিচারপতি এটিকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছিলেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন পরিস্থিতিতে স্লোগানটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।  


যুক্তরাজ্যে ‘জয় বাংলা’ লেখা মুছে ফেলার ঘটনা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ব্রিটিশ কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।  


বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার শাসনামল শেষে ‘জয় বাংলা’ স্লোগানের ভবিষ্যৎ নিয়েও মতভেদ দেখা দিয়েছে। নতুন সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে।  


এদিকে, শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না, সে বিষয়ে তার দল কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ভারতের অবস্থান নিয়েও নিশ্চিত কিছু জানা যায়নি।  


পরিস্থিতির উপর নজর রাখছে রাজনৈতিক মহল। তবে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতর্কের প্রভাব ভবিষ্যতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে কতটা পড়বে, তা সময়ই বলে দেবে।