৫ মাস পর কাশ্মীরে এসএমএস সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা জানুয়ারী ২০২০ ০৪:৫৯ অপরাহ্ন
৫ মাস পর কাশ্মীরে এসএমএস সেবা চালু

কাশ্মীরে পাঁচ মাস বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল এসএমএস সেবা। গত মঙ্গলবার মধ্যরাত থেকে এ সেবা চালু হয় বলে জানা গেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের কাশ্মীর বিষয়ক সরকারি মুখপাত্র রোহিত কানসাল।

তবে নতুন বছরে কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলোতে চালুর সিদ্ধান্ত এলেও সাধারণ মানুষের জন্য বন্ধই থাকছে ইন্টারনেট। ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পাশাপাশি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এ সময় মোবাইলসহ সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়।

ইনিউজ ৭১/এম.আর