প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৩
ভারতের রাজধানী দিল্লির দু'টি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নারেলা বাণিজ্যিক এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলের কমপক্ষে ২২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ওই কারখানায় বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়।
মাত্র একদিন আগেই দিল্লির উত্তর-পশ্চিমের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে নয়জন নিহত এবং প্রায় ১০ জন অগ্নিদগ্ধ হয়েছে। স্থানীয় সময় রোববার মধ্যরাত ১২টা ৩০ মিনিটে কিরারি এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি চারতলা ভবনের নিচতলায় ওই কাপড়ের গুদামটি ছিল।
ইনিউজ ৭১/এম.আর