
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১৬:১৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে অবৈধভাবে কৃষিজমির মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচটি মাটিবাহী ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
