Earlier I was not aware of the full NRC fiasco. As more and more information is coming in, we are shocked to see that names of more than 1 lakh Gorkha people have been excluded from the list. (1/3)

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৮

আসামের চূড়ান্ত নাগরিক নিবন্ধন তালিকা বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি)-এ জায়গা পাননি ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ ও তার পরিবারের সদস্যরা। ইন্ডিয়া টুডে, ফিনান্সিয়াল এক্সপ্রেস ও ফার্স্টপোস্টসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ফখরুদ্দিন আলী আহমেদের ছোট ভাই এতরামুদ্দিন আলী আহমেদের ছেলে জিয়াউদ্দিন আলী আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নাম। ৫০ বছর বয়সী জিয়াউদ্দিন আলী পেশায় একজন কৃষক। তিনি আসামের কামরুপ জেলার অধিবাসী।
‘হাজার হাজার প্রকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ দেয়া হয়েছে। এদের মধ্যে সিআরপিএফ ও অন্যান্য বাহিনীর সেনা সদস্যরা, এমনকি সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের পরিবারের সদস্যরাও রয়েছেন। সাবেক মুখ্যমন্ত্রী আনওয়ারা তৈমুরের পরিবারের সদস্যরাও জায়গা পাননি এনআরসি’তে। মমতার দল তৃণমূল কংগ্রেসের দাবি, নাগরিক তালিকার নাম করে বাংলাভাষীদের আসাম থেকে তাড়িয়ে দিতেই এ উদ্যোগ নিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব