
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ১৯:৩৯

ভারতে ছেলেধরা সন্দেহে গণপিটুনির বাড়বাড়ন্ত চলছে। এর সংক্রমণ দেখা দিয়েছে প্রতিবেশী বাংলাদেশেও। এবার ছেলেধরা সন্দেহে ভারতে গণপিটুনির শিকার হলেন দুই কংগ্রেস নেতাসহ তিনজন। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের বেতুলে এ গণপিটুনির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এই সময়। এএসপি রাম স্নেহী মিশ্র জানান, কংগ্রেসের ওই দুই নেতা এক কর্মীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে বেতুল গ্রামের ওপর দিয়ে ফিরছিলেন। ওই গ্রামে কয়েক দিন ধরেই ছেলেধরা গুজব চলছিল।
রাতে অপরিচিত তিনজনকে দেখে সন্দেহ বাড়ে গ্রামবাসী। ছেলেধরা গুজব উঠতেই পরিচয় না জেনে দুই কংগ্রেস নেতাসহ ওই তিনজনকে মারধর করে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে। পুলিশের কাছে কংগ্রেস নেতাদের পরিচয় জানতে পেরে অবশ্য গ্রামবাসী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আহতদের প্রাথমিক চিকিত্সার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
