বাবা ছেড়ে চলে গেছে। মা হাসপাতালে ভর্তি। অসুস্থ মায়ের খাওয়ার মত কিছু নেই। মাকে খাওয়াতে তাই মানুষের কাছে হাত পাতছে ৬ বছরের এক শিশু। খবর এনডিটিভির। এই ঘটনা ভারতের কর্ণাটকের কপাল জেলায়। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত এ সপ্তাহ থেকে মায়ের মুখে খাবার তুলে দিতে ভিক্ষা করছে ওই শিশু।
ভাগ্যশ্রী নামের ওই শিশু সাংবাদিকদের বলেছে, বাবা নেই, আমি চাই আমার মা ভাল হয়ে উঠুক। আর আমার কাছে কোন টাকা নেই তাই মাকে বাঁচাতে ভিক্ষা করছি। ভাগ্যশ্রী ওই হাসপাতালে বিভিন্ন লোকের কাছে সাহায্য হিসেবে যা পাচ্ছে তা দিয়ে তার মাকে খাওয়াচ্ছে। এছাড়া ৬ বছরের ওই শিশু তার মায়ের সেবা করাসহ তার মাকে পরিস্কার-পরিচ্ছন্ন করছে। এ ঘটনা ওই হাসপাতালের সবার মাঝে ছড়িয়ে পড়ে।
ওই হাসপাতালের অনেকে ব্যাপারটি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে। এক পর্যায়ে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর বরাবরও পৌছায় এ ঘটনার খবর। মুখ্যমন্ত্রীর দফতর থেকে নারী ও শিশু কল্যাণ বিভাগকে শিশুটির ও তার মায়ের দেখভালের নির্দেশ দেন। জানা যায়, ওই শিশুটির ও তার মায়ের দেখভালের দায়িত্ব নিয়েছে নারী ও শিশু কল্যাণ বিভাগ। এছাড়া শিশুটির পড়ালেখার খরচও চালাবে ওই বিভাগ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।