#CycloneFani Damn!!!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ৪ঠা মে ২০১৯ ১২:২২ অপরাহ্ন
কোথাও উল্টে দিচ্ছে আস্ত স্কুল বাস। দাঁড় করানো গাড়ি ঠেলতে ঠেলতে রাস্তার পাশে নিয়ে গিয়ে উল্টে ফেলে দিচ্ছে ফণী। কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে আবার ঘুড়ির মতো উড়ে যাচ্ছে ফাইবারের কাঠামো। এমনই সব ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে ওড়িশার বিভিন্ন প্রান্তে। এ যেন হলিউডের ছবি ‘দ্য স্টর্ম’-এর বাস্তব রূপ। ফণীর তাণ্ডব ক্যামেরাবন্দি করতে হাতের স্মার্টফোনই হয়ে উঠেছে অস্ত্র। পেশাদার সাংবাদিক বা চিত্র সাংবাদিকদের থেকেও যেন ভয়ানক ছবি তুলে ধরেছেন আম জনতা। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সাইক্লোন ফণীর চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে সেই সব ভিডিয়ো।
তাণ্ডবলীলার পাশাপাশি একাধিক বিপর্যয় মোকাবিলার ভিডিয়ো-ও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ওড়িশা পুলিশের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে পুলিশ অফিসাররাই ভেঙে পড়া গাছের ডাল টেনে সরিয়ে দিচ্ছেন। ইলেক্ট্রিক করাত দিয়ে গাছ কেটে সরানোর দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে ভুবনেশ্বর, পুরীর বিভিন্ন প্রান্তে।
Massive destruction during cyclone Fani in KIIT ,Campus 15 #CycloneFani
#Video | #CycloneFani makes landfall in Odisha. Gutsy winds, accompanied with slight to heavy rainfall in Bhubaneswar.
Fani effects in our state Odisha
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।