ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরানোর জন্য পাকিস্তানের সাহায্য নিচ্ছে কংগ্রেস। শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এ কথা বলেছেন। বিজেপি'র জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই অভিযোগ করেন তিনি। নির্মলা সীতারমন বলেছেন, নরেন্দ্র মোদির নির্দেশে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। বিরোধীরা এ বিষয়ে প্রমাণ চাইছে।
তিনি বলেন, কংগ্রেসের কয়েকজন নেতা পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হটাতে সাহায্য চেয়ে এসেছেন। এ ধরনের জঘন্য রাজনীতি কংগ্রেসের পক্ষেই সম্ভব। সীতারমন বলেন, পুরো বিশ্ব থেকে পাকিস্তান এখন একঘরে হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদির কূটনীতিতে এটা সম্ভব হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।