প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:২০
ভারত-পাকিস্তান সম্পর্ক এক নতুন সংকটের মুখে পড়েছে। কাশ্মিরে হামলার পর ভারত পাকিস্তানের সাথে ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে। ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তান তার পানি অধিকার রক্ষায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজে জানিয়েছেন, তার দেশ যেকোনো মূল্যে সিন্ধু নদীর পানি অধিকার রক্ষা করবে। তিনি বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কোনো চেষ্টা পাকিস্তান মেনে নেবে না এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।