প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৫৩
খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর অভিযানে কমপক্ষে ৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। গত ২৩ এপ্রিল রাত থেকে ২৪ এপ্রিল রাত পর্যন্ত চলা এই অভিযানে আরও ৪ জন সন্ত্রাসী আহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।