গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে গোয়ালন্দে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১৮ই মার্চ ২০২৫ ০৯:৫৯ অপরাহ্ন
গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে গোয়ালন্দে প্রস্তুতি সভা

রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন।


সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  যথাযোগ্য ভাবে পালনের নানা সিদ্ধান্ত নেয়া হয়।