Delhi records the highest #temperature in history. Sets an all-time record at 48°C. This is the #hottest ever in June. #Delhi #Heatwave #DelhiSummer #DelhiHeat
রাজস্থান রাজ্যের ঢোলপুরে তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে পুড়ছে ভারত। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বৃদ্ধির ফলে মৃত্যু হয়েছে অনেকের। এর মধ্যে দেশটির রাজধানী দিল্লীতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ সোমবার। বার্তা সংস্থা আইএনএসের খবরে বলা হয়, সোমবার দিল্লীর তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে দিল্লীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭। দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিল্লীর সফদারজংয়ে একটি পর্যবেক্ষণকেন্দ্র থেকে আজকের তাপমাত্রা ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। অন্যদিকে পালামে অবস্থিত আরেকটি পর্যবেক্ষণকেন্দ্র থেকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শুধু দিল্লী নয়, রাজস্থান রাজ্যের চুরুতেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। রাজ্যের ঢোলপুরে তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশে এই তাপপ্রবাহ চলবে। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।