সংসারের হাল ধরতে টোটো চালায় সোমা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৫ই ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৭ অপরাহ্ন
সংসারের হাল ধরতে টোটো চালায় সোমা

এই বয়সেই ভারতের বসিরহাট শহরে টোটো চালায় সোমা। নারী হিসেবে সেখানকার একমাত্র টোটো চালকও সে। কেবল সংসারের হাল ধরতে টোটো চালাতে হচ্ছে তাকে। পরিবারের অর্থনৈতিক অবস্থার কারণেই অল্প বয়সে লেখাপড়া ছেড়ে নামতে হয়েছে টোটো নিয়ে।

অথচ সাহস করে পথে নেমে প্রতিপক্ষ হিসেবে পুরুষদের ঠেকাতে হচ্ছে তাকে। তার পরেও অসম্ভব লড়াকু মনোভাব নিয়ে একা লড়াই করে যাচ্ছে সে। তার এই একক লড়াই প্রতি দিন, প্রতি মুহূর্তের।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব