প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২:৪৪
ভারতের জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রবিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় এ ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লড়াই চলছিল। জম্মু কাশ্মীরের পুলিশ বলছে, ওই বন্দুকযুদ্ধে ডেপুটি পুলিশ কমিশনার আমান কুমার নিহত হয়েছেন।
এ ঘটনায় এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। সেনা সদস্যের পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। এদিকে সংবাদ সংস্থা এএনএ বলছে, এই ঘটনায় এক মেজরসহ সেনাবাহিনীর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
ইনিউজ ৭১/টি.টি. রাকিব