খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গৃহবধূকে উত্যক্ত করে আসছিলেন হোসেন মিয়া। সোমবার সকালে বসতবাড়িতে একা পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতন করে। তার চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।