নোয়াখালীতে মিছিল দিতে দিতেই যুবদল নেতার মৃত্যু !

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: শুক্রবার ১০ই জানুয়ারী ২০২৫ ০৪:০৮ অপরাহ্ন
নোয়াখালীতে মিছিল দিতে দিতেই যুবদল নেতার মৃত্যু  !

নোয়াখালীর হাতিয়া উপজেলায় যুবদলের কর্মি সমাবেশে মিছিলে অংশগ্রহণের সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন যুবদল নেতা মো. ওমর ফারুক। বৃহস্পতিবার সন্ধ্যায় চরচেঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  


স্থানীয় সূত্রে জানা যায়, মিছিল চলাকালে হঠাৎ ফারুক মাটিতে লুটিয়ে পড়েন এবং নাকে মুখে ফেনা বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৫ বছর।  


মো. ওমর ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর পরদিন শুক্রবার সকাল ১১টায় তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।  


হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন জানিয়েছেন, মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ফারুক স্থানীয় বাজার থেকে মিছিল নিয়ে কর্মিসভায় যোগ দিচ্ছিলেন। মিছিলের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।  


নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ফারুকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজমল হুদা জানিয়েছেন, মিছিল চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।  


ফারুকের আকস্মিক মৃত্যুর ঘটনা এলাকাবাসীকে শোকাহত করেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।