
প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ৫:৩২

১৩ সন্তানের জননী এক বৃদ্ধাকে আশ্রয় দিয়েছেন একটি মুসলিম পরিবার। ছেলেমেয়েদের মধ্যে জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে অশান্তি শুরু হলে তারা মা’কে বাড়ি থেকে বের করে দেন। ভারতের কাঁথির উত্তর দারুয়ায় সাকিনা বিবির ঝুপড়ি ঘরেই এখন থাকেন বেলা রানী নামের এই মা। ৯৫ বছর বয়সী বেলা রাণী দেবী পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির খড়কি গ্রামের বাসিন্দা। স্বামীর মৃত্যুর পরে ছেলেমেয়েদের মধ্যে জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে অশান্তি শুরু হয়। তার জেরেই বছর চারেক আগে ছেলে আর তাদের স্ত্রীরা বৃদ্ধা বেলা রাণী দেবীকে বাড়ি থেকে বার করে দেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব