
প্রকাশ: ২৩ জুন ২০১৯, ৫:২৪

ভারতের রাজস্থানে রাম ও সীতার কাহিনি শোনার সময় প্যান্ডেল ভেঙে পড়ে প্রাণ গেল ১৪ জনের। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। রবিবার রাজস্থানের বারমেরে এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া। পুলিশ জানিয়েছে, রবিবার 'রাম কথা'-র আয়োজন করা হয়েছিল বারমেরের জসোল গ্রামে। সেই উপলক্ষে যে বিরাট তাঁবু খাটানো হয়েছিল, প্রবল হাওয়ায় তা ভেঙে পড়ে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
