সরাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬ নেতা, নির্বাচনী হাওয়া বইছে

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ২২শে নভেম্বর ২০২৪ ০৪:৫৮ অপরাহ্ন
সরাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬ নেতা, নির্বাচনী হাওয়া বইছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ও আশুগঞ্জ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির ৬ জন নেতা। তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তাদের মধ্যে বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে অংশ নিচ্ছেন, এবং আসনটির জন্য মনোনয়ন পাওয়ার জন্য নিজেদের দাবি জানাচ্ছেন।


এদের মধ্যে অন্যতম, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি সরাইল-আশুগঞ্জ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। এছাড়া, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাবেক ছাত্রদল নেতা শেখ মোহাম্মদ শামীম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে, এবং জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপনও মনোনয়ন প্রার্থী হিসেবে নিজেদের প্রস্তুতি জানান দিয়েছেন। 


শেখ মোহাম্মদ শামীম বলেন, "আমি দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছি এবং দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম। আমার বিশ্বাস, দলের ত্যাগ এবং কমিটমেন্টের মূল্যায়ন করা হবে এবং আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করা হবে।" 


এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, "এলাকার নেতাকর্মীদের সমর্থন পেয়েছি, এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে কাজ করছি। দলের হাইকমান্ড আমাকে মনোনয়ন দেবেন বলে আমি আশাবাদী।" 


উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর জানান, "দলের প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির জন্য কাজ করে যাচ্ছি, দল আমাকে মূল্যায়ন করবে বলে আশা রাখি।" 


এস এন তরুন দে বলেন, "দলের দুর্দিনে আমি নেতাকর্মীদের পাশে ছিলাম এবং এখনো আছি। আশা করছি দল আমাকে মূল্যায়ন করবে।"


মনোনয়ন প্রত্যাশী নেতারা সবাই আশাবাদী, তবে তারা জানান, দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে তারা কাজ করবেন। বিএনপির এই মনোনয়ন যুদ্ধে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে তারা উল্লেখ করেন।


এলাকাবাসীর মতে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সংখ্যা বাড়বে। বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এখনো মাঠে তেমন তৎপরতা দেখাচ্ছেন না, কারণ তাদের বিরুদ্ধে একাধিক মামলা এবং গ্রেফতারের আতঙ্ক রয়েছে।