ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানের সময় পুলিশের গুলিতে দুই পাকিস্তানি নিহত হয়েছে। এ সময় একজন স্থানীয় বাসিন্দাও গুলিতে মারা যান বলে জানায় পুলিশ। সোমবার পুলিশ জানায় নিহত তিনজনই জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সদস্য।এতে বলা হয় এর আগে রোববার কাশ্মীরের কুলগাম জেলায় তারিগাম এলাকায় স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আমান ঠাকুর নিহত হন। পরে আহত এক সেনা কর্মকর্তা মারা গেছেন। এরপর ভারতীয় নিরাপত্তাকর্মীরা এলাকাটি ঘিরে ফেলে অভিযানে নামেন। তিন থেকে চারজনের একটি দল এ হামলা চালায়। এ ঘটনার পর থেকে সিআরটিএফ, আরআর এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ ঘটনাস্থল ঘিরে অপারেশন শুরু করে।
এ সময় তিনজন নিহত হওয়ার কথা জানা যায়। এদিকে রাজ্য পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ওয়ালিন ও নুমান নামের দুইজন পাকিস্তানি সন্ত্রাসীকে হত্যা করেছে। পুলিশের রেকর্ড অনুযায়ী তারা জইশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডার ছিলেন। পুলিশের দাবি, ওই সদস্যরা বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলো। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল।’ ঘটনাস্থল থেকে রাইফেলসহ গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়। হিন্দুস্তান টাইমস জানায়, চলতি বছর কাশ্মীরে পুলিশের অভিযানে এমন ৩৭ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে আট সেনা কর্মকর্তা ও তিন পুলিশ। নিহত হয়েছেন চারজন বেসামরিকও।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।